ফরেক্স শুরু করেছি যখন এফিলিয়েট সম্পর্কে কিছুই জানি না, অডেস্ক থেকে যখন $ প্রবাহ নেহায়েত মন্দ না(একটু বড়াবাড়ি রকম ভাল আরকি) , যখন সপ্তাহে ১০০+ ঘন্টা কাজ করেও একটু ক্লান্ত বোধ করি নি, ঠিক তখন ফরেক্স দিল কিছুটা এলোমেলো করে, মানে নতুন পড়াশোনা, নতুন কিছু জানা, অনেকগুলো ভুল, ভুল থেকে অনেক কিছু শেখা, এমন করে এগুচ্ছি, কখন যে ফরেক্স এর IB accouont টির অঙ্করদ্গম ঘটে দু একটি কুড়ি গজিয়েছে বুঝতেই পারি নি। আজ তাই সবার সাথে শেয়ার করছি , উপলক্ষ্যঃ এ মাসেই ১০০০ ডলার অতিক্রম করল । সবাই দোয়া করবেন।
 |
ফরেক্স এফিলিয়েট মার্কেটিং |
ফরেক্স নিয়ে অনলাইনে অনেক বাংলা টিউটোরিয়াল আছে কিন্তু
ফরেক্স এফিলিয়েট মার্কেটিং বিষয়টা কেন যেন অবহেলিত মনে হচ্ছে। যদিও এখান থেকে সাফল্য পেতে হলে বেশ ধৈর্য্যশীল হতে হবে ।শুভকামনা রইল সবার জন্য।